লাখাইয়ে প্রেসক্লাবের সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। 

লাখাইয়ে প্রেসক্লাবের পূনঃগঠিত কমিটির প্রথম সভা ও গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  সহসভাপতি আতাউর রহমান ইমরান এর রোগমুক্তি কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৪ অক্টোবর)  বিকাল বেলা উপজেলার স্থানীয় বুল্লাবাজার এ লাখাই প্রেসক্লাব এর এক সভা ক্লাবের সভাপতি এডভোকেট আলী নোয়াজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। 

বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে  লাখাই প্রেসক্লাব এর সহসভাপতি আতাউর রহমান ইমরান এর রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

দোয়া মাহফিল এ মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাহীনুর রহমান মোল্লা শাহীন। 

এতে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ, সহসভাপতি মহিউদ্দিন আহমেদ রিপন, যুগ্ম সম্পাদক আলী আহমেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এম,ইয়াকুব হাসান অন্তর, সহ প্রচার সম্পাদক কামরুল হাসান সুজন, নির্বাহী সদস্য হাফেজ শামীম আহমেদ চৌধুরী।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024