|
Date: 2023-10-04 12:41:14 |
শ্যামনগরে সরকারের উন্নয়ন প্রচারে এমপি জগলুল হায়দারের লিফলেট বিতরণ
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ প্রাকৃতিক দূর্যোগ উপেক্ষা করে নির্বাচনী এলাকা সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বর্তমান সরকারের উন্নয়ন প্রচারে লিফলেট বিতরণ করলেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার ।
বুধবার (৪ অক্টোবর) বিকাল ৫ টায় উপজেলার আটুলিয়া ইউনিয়নের কাচারী ব্রীজ সংলগ্ন হাটবাজারে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার উন্নয়ন ও সফলতা প্রচারে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণকালে এমপি জগলুল হায়দার বিভিন্ন মানুষের সাথে মতবিনিময়ও করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ জাকির হোসেন, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দূর্গাপদ চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী একরামুল হক লায়েস সহ আটুলিয়া ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ প্রমুখ।
ছবি- শ্যামনগরে সরকারের উন্নয়ন প্রচারে লিফলেট বিতরণ করছেন এমপি জগলুল হায়দার।
© Deshchitro 2024