ঢাকার আশুলিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী আশিকুর রহমান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই ইসলামপুর-নয়ারহাট সেতুর ওপর এ দূর্ঘটনা ঘটে।

নিহত আশিকুর রহমান ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের (ইউপি) সদস্য আওলাদ হোসেনের ছেলে। তিনি গণবিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সাভার থেকে মোটরসাইকেলে করে বাড়ি যাওয়ার সময় সন্ধ্যা ৭টার দিকে ধামরাই-নয়ারহাট সেতুর ওপর দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024