|
Date: 2023-10-05 06:13:29 |
ফোটা ফোটা পানি পড়ে
পাথর যদি গর্ত হয়
স্বল্প মেধার মেহনতও
ফুল ফোটাবে নিশ্চয়ই।
বিন্দু বিন্দু পানি জমে
যদি হয়ে যায় সাগর
ইলম শেখার মেহনতে
তুমিও হবে কারিগর।
হতে পারবে শেখ সাদী
পারবে হতে কাশ্মীরি
পেয়ে যাবে উপরে উঠার
ইলম সাধনার সিড়ি।
ইলম তোমায় পথ দেখাবে
বিশ্বভূবণ করতে জয়
শির উচ্চ করে দাঁড়াতে
থাকবে না আর কোনো ভয়।
মুহাম্মদ সোহরাব উদ্দীন
সাতাউক, লাখাই, হবিগঞ্জ।
© Deshchitro 2024