"শিক্ষকদের মূল্যায়ন, জাতির উন্নয়ন" -এই প্রতিপাদ্য সামনে রেখে ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা সম্পন্ন হয়। বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সকালে অত্র বিদ্যালয়ের অডিটোরিয়ামে শিক্ষক ও সকল শিক্ষার্থীদের নিয়ে সভা শুরু হয়। 


এসময় উপস্থিত বক্তারা শিক্ষকদের গুরুত্ব, অবদান এবং শিক্ষার্থী ও শিক্ষকের সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের মাঝে আলোকপাত করেন। 


এসময় উক্ত সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর মোন্নাফ, শামসুল হক বাচ্চু, আব্দুর রাজ্জাক মিলন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুর রহমান, সহকারী প্রধান শিক্ষক জনাব রিয়াজুল হাসানসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024