|
Date: 2023-10-05 10:56:35 |
‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’–এই প্রতিপাদ্যে নীলফামারীর শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালন করা হয়েছে আজ।
দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (৫ই অক্টোবর) সকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম।
সিনিয়র সহকারী শিক্ষক মোঃ হারুন অর রশীদের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন—ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, সিনিয়র সহকারী শিক্ষক জাবেদুল ইসলাম সানবীম।
সভায় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন—ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মোঃ মেহের-উল হোসেন, ইমরান পাটোয়ারী, মোঃ আসাদুজ্জামান (আসাদ), মোঃ আব্দুল আজিজ, মোছাঃ ফাতেমা মনছুরা, মেহেরুন আক্তার পলিন, মোছাঃ মাসুমা আক্তার, মোছাঃ ফাতেমা খাতুন, মালা জেসমিন, আকতার জাহান পারভীন, মনিরা খাতুন প্রমুখ সহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
© Deshchitro 2024