সারা দেশের ভূমিসেবার ফি আগামীকাল রোববার থেকে অনলাইনে জমা দিতে হবে। ই-নামজারি বাস্তবায়নের অংশ হিসেবে রেকর্ড সংশোধন, খতিয়ান সরবরাহ ও নামজারির ফি নগদ অর্থে পরিশোধ করা যাবে না। এসব অর্থ অনলাইনে মোবাইল ওয়ালেট কিংবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমেই পরিশোধ করতে হবে। 


গতকাল শনিবার ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ মো. আব্দুল্লাহ আল নাহিয়ান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। 


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রেকর্ড সংশোধন ও খতিয়ান সরবরাহ ফি ১ হাজার ১০০ টাকা এবং নামজারি ফি ১ হাজার ১৭০ টাকা শুধু অনলাইনে গ্রহণের জন্য ভূমিসেবা প্রদানকারী অফিসসমূহকে আদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ডিসিআর ও খতিয়ানের কোনো ভুল সংশোধনের জন্য কোনো ফি দিতে হবে না। 


সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ রোববার থেকে ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত সংশ্লিষ্ট ভূমি অফিসে রেকর্ড সংশোধন, খতিয়ান সরবরাহ ও নামজারি ফি আর নগদ অর্থে গ্রহণ না করার বিষয়টি কার্যকরের মধ্য দিয়ে ভূমি ব্যবস্থাপনায় ক্যাশ লেস ই-নামজারি বাস্তবায়িত হবে। 


বিজ্ঞপ্তিতে নামজারি চূড়ান্তভাবে মঞ্জুর হলে জটিলতা এড়াতে দ্রুত কিউআর কোডযুক্ত অনলাইন ডিসিআর সংগ্রহ করার জন্য পরামর্শ দেওয়া হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024