|
Date: 2023-10-05 12:23:35 |
সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন তিনি দ্বিতীয় বারের মত আবার ও শ্রেষ্ঠ স্থান অধিকার করেছেন। জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৩ উপলক্ষে আজ ৬ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল, রমনা, ঢাকায় এক আলোচনা সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধনকরণ এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সাথে সন্পাদনের স্বীকৃতিস্বরূপ ৬ টি ক্যাটাগরিতে ও নয় কার্যার্থে জ্যেষ্ঠতার ভিক্তি এর মধ্যে সন্মাননা প্রদান করবে। উক্ত অনুষ্ঠানে সিরাজগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ সারা বাংলাদেশের মধ্যে ৬৪ জেলা হতে ৩ জনকে শ্রেষ্ঠ মনোনিত করা হয়েছে যার মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন উপ-পরিচালক ও উপ-সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এর দিকনির্দেশনায় এই সফলতা অর্জন সম্ভব হয়েছে। জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৩ ও বিশেষ ভূমিকা রাখায় সিরাজগঞ্জের
পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা কে বাংলাদেশের শ্রেষ্ঠ মেয়র নির্বাচিত হয়েছে। এবং ইউনিয়ন পর্যায়ে সারা বাংলাদেশে সিরাজগঞ্জে বেলকুচি উপজেলা দৌলতপুর ইউনিয়ন পরিষদ, শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়ন পরিষদ, ও খুকনী ইউনিয়ন পরিষদ সন্মাননা পুরস্কার পাবেন।
গত ১৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে স্থানীয় সরকার বিভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল ( অতিরিক্ত সচিব) মোঃ রাশেদুল হাসান এ বিষয়টি নিশ্চিত করেছে।
© Deshchitro 2024