শিক্ষকের হাত ধরে শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু  প্রতিপাদ্য বিষয় নিয়ে ঘাটাল ব্রাহ্মণশাসন সরকারি কলেজের শিক্ষক-কর্মচারী  শিক্ষার্থীসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক  উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায়  অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় শিক্ষক মিলনায়তনে নানা কর্মসূচী মধ্য দিয়ে  দিবসটি পালিত হয়েছে 

শিক্ষক দিবসে আলোচনা সভায় বক্তব্য রাখেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়াদুল হক খান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ওয়াহিদ শরীফ সিদ্দিকী, উদ্ভিদবিজ্ঞানের সহকারী অধ্যাপক শাহানাজ আক্তার, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এলিনা পারভীন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক সাইফুল্লাহ, ইংরেজি বিভাগের বিএম শাখার প্রভাষক এম.জি কিবরিয়া সিদ্দিকীসহ প্রমুখ।

এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাবেক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও  ইংরেজি বিভাগের প্রভাষক আ ন ম বজলুল রশিদ রতন।

এ সময় শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী, গণমাধ্যমকর্মী, রোভার স্কাউটসহ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় দেশের ২য় বারের মতো বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের জন্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024