রাজশাহীর পবা উপজেলার হরিয়ান বাজারে রাতের অন্ধকারে ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপায় দুর্বৃত্তরা। এ সময় তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পালিয়ে যায়।
বুধবার রাত্রি ৭.৩০ মিনিটের দিকে রাজশাহী নগরীর উপকণ্ঠ পবা উপজেলা হরিয়ান বাজারে এই ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম শাহিন আলী (৪০)। তিনি কাটাখালী থানাধীন হরিয়ান ইউনিয়নের সুচারণ গ্রামের সুবহান মন্ডলের ছেলে।

আহত শাহিনের বড়ভাই আনোয়ার জানান, শাহিন কোন রাজনীতির সাথে জড়িত না। হরিয়ান বাজারে তার একটি ওয়ালটনের শোরুম আছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মুখোশধারি একদল দুর্বৃত্ত মাইক্রো মাইক্রোবাস করে এসে শাহিনকে এলোপাথাড়ি কুপিয়ে, ফাকা গুলি ছুড়ে পালিয়ে যায়। এলাকাবাসী জানাই শাহীন একটি নম্র ভদ্র ছেলে, তার সাথে কোনদিন কারো মারামারি, গ্যাঞ্জাম ফ্যাসাদ হয় নাই। তাহলে কে বা কাহারা তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করল। আহত শাহিনের ভাই জানাই চিকিৎসা শেষে এই ঘটনায় মামলা করা হবে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024