শ্যামনগরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি  ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে শুক্রবার (৬ অক্টোবর) সকাল ১০টায় র‌্যালী ও আলোচনাসভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদের চত্তরে র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।

প্রধান অতিথি বক্তব্যে জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব তুলে ধরেন। তিনি সকলকে সরকারি নিয়ম অনুযায়ী শিশুর জন্ম নিবন্ধনের আহব্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, কৈখালী ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম, ইউডিসি কর্মকর্তাবৃন্দ, সচিববৃন্দ প্রমুখ।

ছবি- শ্যামনগরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের র‌্যালী।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024