|
Date: 2023-10-06 12:04:47 |
যশোরের অভয়নগরে জাইকার অর্থায়নে ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ২০ লক্ষ টাকা ব্যয়ে উপজেলার চাঁপাতলা চেংঙ্গুটিয়া আলিম মাদ্রাসা ও মহাকাল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য কমানরুম ও হাইজেনিক ওয়াশরুম স্বস্ব প্রতিষ্টানে এ প্রকল্পের আনুষ্ঠানিকউদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর।
উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো আশিকুজ্জামান, প্রেমবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজ উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার বাবুল আক্তার বাবু,মাদ্রাসা সুপার মো.জহুরুল হক, নওয়াপাড়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক জাকির হোসেন হৃদয়, জাইকার প্রতিনিধি মো.আলমগীর, প্রধান শিক্ষক রাজু আহমেদ, অভিভাবক সদস্য শেখ রিপন, শাহিন হোসেন, আমির হোসেন মো.মিজানুর রহমান, প্রাথমিক শাখার প্রধান শিক্ষক আঃ কুদ্দুস, ইউপি সদস্য আঃহক, সহকারী প্রধান শিক্ষক কাজী আঃ হাকিম, ঠিকাদার মো.অলিয়ার রহমান, মো.কামাল হোসেনসহ বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক,ছাত্র ছাত্রীবৃন্দ। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে প্রকল্পটি উদ্বোধন করা হয়।
© Deshchitro 2024