|
Date: 2023-10-07 00:10:02 |
নেদারল্যান্ডসের বিপক্ষে ৮১ রানের বড় জয় নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল পাকিস্তান। পাকিস্তানের দেয়া ২৮৭ রানের জবাবে ২০৫ রানেই গুটিয়ে গেছে ডাচরা। ফলে আসরে শুভসূচনা করল বাবর আজমের দল।
শুক্রবার হাদ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। প্রথমে ব্যাট করা পাকিস্তান ৪৯ ওভারে ২৮৬ রানে অলআউট হয়।
২৮৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে ওপেনার বিক্রমজিত সিং হাফসেঞ্চুরি করেন। এই ব্যাটার ৬৭ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৫২ রান করে শাদাব খানের বলে আউট হন। তিনি ম্যাক্স ও’ডোওডের সঙ্গে উদ্বোধনী জুটিতে ২৮ রান তোলেন। ম্যাক্সকে ব্যক্তিগত ৫ রানে হাসান আলী ফেরান। কলিন অ্যাকেরম্যানকে ১৭ রানে বোল্ড করেন ইফতিখার আহমেদ।
দারুণ বোলিংয়ের পর ব্যাট হাতেও অসাধারণ ছিলেন বাস ডে লেড। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে এক সময় ডাচরা জয়েরও স্বপ্ন দেখে। তবে মোহাম্মদ নওয়াজের বলে ব্যক্তিগত ৬৭ রানে বোল্ড হন তিনি। ৬৮ বলে ৬টি চার ও ২টি ছক্কায় এই ইনিংস সাজান তিনি। শেষ দিকে লোগান ভ্যান বিকে ২৮ রানের অপরাজিত ইনিংসে দলটি দুইশ রানের কোটা পার করে। তবে বড় ব্যবধানেই হারতে হয় তাদের।
পাকিস্তান বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান হারিস রউফ। হাসান আলী দুটি উইকেট দখল করেন।
এরআগে, প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৫ রানের মাথায়ই প্রথম উইকেট হারায় পাকিস্তান। অফ ফর্মে থাকা ফখর জামানকে কট এন্ড বল করেন লোগান ভ্যান বিক। অধিনায়ক বাবর আজমও বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ৩৪ রানের মাথায় ব্যক্তিগত ৫ রান করেই ফেরেন ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা এই ব্যাটার। দলের সঙ্গে আর ৪ রান যোগ হতেই ফেরেন আরেক ওপেনার ইমাম-উল-হক। ব্যক্তিগত ১৫ রান করে পল ভ্যান মিকরানের বলে ক্যাচ উঠিয়ে দেন তিনি।
তবে চতুর্থ উইকেট জুটিতে হাল ধরেন রিজওয়ান ও শাকিল। তারা ১১৪ বলে দ্রুত ১২০ রানের পার্টনারশিপ গড়েন। তবে ২৪ রানের ব্যবধানে দুজনকেই হারায় পাকিস্তান। ৫২ বলে ৯টি চার ও একটি ছক্কায় ৬৮ করে আরায়ান দত্তের বলে আউট হন শাকিল। ৭৫ বলে একই রানে ডে লিডের বলে বোল্ড হন রিজওয়ান।
এরপর ডে লেড ইফতিখার আহদেমকে (৯) দ্রুত ফেরালেও মোহাম্মদ নওয়াজ ও শাদাব খানের আরেকটি জুটিতে দলীয় তিনশর স্বপ্ন দেখে পাকিস্তান। তবে ৩৪ বলে ৩২ করা শাদাবকে বোল্ড করে ডে লিড ফের ডাচদের ম্যাচে ফেরান। নওয়াজ ৪৩ বলে ৩৯ রানে রান আউট হন। শেষ দিকে শাহীন শাহ আফ্রিদি (অপরাজিত) ১৩ ও হারিস রউফ ১৪ বলে ১৬ রান করলে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় পাকিস্তান।
নেদারল্যান্ডস বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট পান ডে লিড। এছাড়া ২টি উইকেট পান কলিন অ্যাকেরম্যান।
ম্যাচ সেরা হয়েছেন পাকিস্তানের সৌদ শাকিল।
© Deshchitro 2024