চুরি যাওয়া অটোর যন্ত্রাংশ সহ নীলফামারীর ডোমার থানার অভিযানে সংঘবদ্ধ অটো চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের সুধির চন্দ্র রায়ের বাড়ি থেকে মিথিলা চার্জার অটো ভ্যান চুরি হওয়ার ঘটনায় ২রা অক্টোবর থানার লিখিত অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার (৫ই অক্টোবর) রাতে ধরণীগঞ্জ বাজারে ডোমার থানার এসআই মোহাম্মদ রেজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে একজনকে আটক করে।

আটককৃত ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের হংসরাজ বাবুপাড়ার নীল চরণ রায়ের পুত্র কেশব রায়ের (৩০) স্বীকারোক্তিতে সংঘবদ্ধ চোর চক্রটির বাকি সদস্যদের গ্রেপ্তার করে পুলিশ।

শুক্রবার (৬ই অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃত চোর চক্রের সকলকে আদালতে সোপর্দের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত অন্যান্যরা হলেন—ডুগডুগি বড়গাছার ভাটিয়াপাড়া এলাকার গিয়াস উদ্দিনের পুত্র হেলাল উদ্দিন (৩৩), উত্তর চওড়া নয়াপাড়ার দেলোয়ার হোসেনের পুত্র রফিকুল ইসলাম (২৮), তরনীবাড়ী পুকুরপাড়ার শাহ আলমের পুত্র হাফিজুল ইসলাম (৩০) ও তরনীবাড়ী মাদ্রাসাপাড়ার ফরজ আলীর পুত্র রাশেদ খান মিলন (৩৩)।

এরমধ্যে গ্রেপ্তারকৃত হাফিজুল ইসলাম ও রাশেদ খান মিলনের কাছে চুরি হওয়া মিথিলা চার্জার অটোটির যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

এবিষয়ে ডোমার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম জানান, গ্রেফতারকৃত পাঁচজনই চোর চক্রের সক্রিয় সদস্য। তারা কেউ চুরি করে, আবার কেউ চুরি করা মালামাল বিক্রির কাজ করে। তাদেরকে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024