নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলতি বছরের গত সেপ্টেম্বর মাসে জনসাধারণকে প্রদত্ত সেবা সমূহের মাসিক পরিসংখ্যান প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার (৭ই অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ লায়লা ইয়াসমিন চৌধুরী মাসিক পরিসংখ্যান প্রকাশ করেন। এতে গত মাসে প্রায় সাড়ে ১১ হাজার রোগী সেবা নিয়েছেন বলে জানানো হয়।

পরিসংখ্যান অনুযায়ী, গত সেপ্টেম্বরে হাসপাতালের বহির্বিভাগে ৭ হাজার ৬৮৬ জন, অন্তঃবিভাগে ১ হাজার ৫৫৬ জন ও জরুরি বিভাগে ২ হাজার ১৮৩ জন রোগী সেবা নিয়েছেন। এছাড়া হাসপাতালের শয্যা দখলের হার পৌঁছেছে ২০৮ ভাগ।

আরও জানানো হয়, হাসপাতালের গর্ভবতী ও প্রসূতি বিভাগে প্রসব পরবর্তী সেবা (এএনসি) নিয়েছেন ৫২৫ জন ও প্রসব পূর্ববর্তী সেবা (পিএনসি) নিয়েছেন ২৯৩ জন নারী। এছাড়া এখানে নরমাল ডেলিভারির মাধ্যমে ১২২টি ও সিজারিয়ান অপারেশনের মাধ্যমে গত সেপ্টেম্বর মাসে ৩০টি বাচ্চা প্রসব করা হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, গত মাসে হাইড্রোসিল অপারেশন ৩টি, হার্নিয়া অপারেশন ৪টি, অ্যাপেন্ডিসেকটোমি অপারেশন ১টি, ভ্যাজাইনাল হিস্টেরেক্টোমি অপারেশন ১টি ও সেবেসিয়াস সিস্ট অপারেশন হয়েছে ২টি। এছাড়া জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য ১ হাজার ১৮৮ জনের ভায়া টেস্টে শনাক্ত হয়েছেন ১১ জন নারী।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024