"জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক  অধিকার নিশ্চিত করি।"  প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের মধুপুরে জন্ম মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।  গত শুক্রবার উপজেলা প্রসাশন আয়োজিত দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মধুপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর পৌরসভার মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন,  ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, শোলাকুড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইয়াকুব আলী,  মির্জাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক, মহিষমারা ইউনিয়নের চেয়ারম্যান মহির উদ্দিন, গোলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু, প্যানেল মেয়র জাকিরুল ইসলাম ফারুক, কুড়ালিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান প্রমুখ। 

আলোচনা সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন নিয়ে আলোচনা করা হয়। প্রতিটি ইউনিয়ন পরিষদ ও পৌরসভার প্রতিনিধিদের বিষয়টি গুরুত্ব দিবে কাজ করার আহবান জানানো হয়। 

সভায় জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024