|
Date: 2023-10-07 10:19:11 |
'পুলিশকে তথ্য দিন- পুলিশের সেবা নিন' এই শ্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গল থানায় ওপেন হাউজ ডে শনিবার (৬ অক্টোবর)বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদারের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার আনিসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায়, আশিদ্রোন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, উক্ত অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউপি ও ১টি পৌরসভার পরিষদ সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌরসভার কাউন্সিল আব্দুল জব্বার আজাদ, আশিদ্রোন ইউনিয়ন পরিষদ সদস্য হাজী আবু তাহের, সিন্দুরখাঁন ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ লোকমান মিয়া প্রমুখ।
© Deshchitro 2024