|
Date: 2023-10-07 10:32:33 |
কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি মন্তব্য করেছেন, যত ষড়যন্ত্রই হোক এ দেশের জনগন আমাদের সাথে রয়েছে, জনগনকে সাথে নিয়ে আন্তর্জাতিক ও দেশীয় সকল চক্রান্ত মোকবেলা করা হবে। ৭ অক্টোবর শনিবার দুপুরে টাঙ্গাইলের মধুপুরে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত দোখলায় বঙ্গবন্ধু মুরাল ও রেস্ট হাউজের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য একটি বড় রাজনৈতিক দল ষড়যন্ত্র করছে। যাতে নির্বাচন নষ্যাৎ হয়ে যায়। বাংলাদেশের মানুষ তাদের এই চক্রান্ত মেনে নিবেনা। বাংলাদেশ আজ সারা পৃথিবীতে উন্নয়নের রোল মডেল, সেই উন্নয়নের ধারাবাহিকতায় আজ মধুপুর বনে প্রধানমন্ত্রীর উন্নয়ন তহবিল থেকে বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত জায়গায় পর্যটকদের জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত যে রেস্ট হাউজ উদ্বোধন করা হবে তাহবে বনবিভাগের জন্য এক বিশেষ পাওনা। আমি মনে করি নতুন এই রেস্ট হাউজ উদ্বোধন করার মাধ্যমে আমরা আরো অনেক বেশি দেশি বিদেশি পর্যটককে আকর্ষণ করতে পারবো।
তিনি আরও বলেন, বিশেষ করে বঙ্গবন্ধুর স্মৃতিকে ধরে রাখার জন্য বঙ্গবন্ধুর একটি বিশেষ ম্যুরাল নির্মাণ করা হয়েছে। শনিবার ৭ অক্টোবর দুপুরে টাঙ্গাইলের মধুপুরে জাতীয় উদ্যানের দোখলা রেঞ্জে নতুন রেস্ট হাউজ উদ্বোধন পূর্ব সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে পরিবেশে বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন সাংবাদিকদের বলেন, বাংলাদেশে বনভূমির অনেক জায়গা বিভিন্ন ভাবে বেদখল হয়ে ছিল যা আমরা অপ্রাণ চেষ্টা করে দখলে নিয়েছি, এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত অব্যহত আছে। প্রতিটি দেশের পরিবেশে রক্ষার জন্য ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন কিন্তু আমাদের সামাজিক বনসহ ২২ ভাগ বনভূমি আছে। ২৫ ভাগ বনভূমি করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। আর সে জন্য এই বনভূমি রক্ষা করা আমাদের আপনাদের সকলের দায়িত্ব। এর আগে মন্ত্রীদ্বয় বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন করেন।
© Deshchitro 2024