রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সভাপতি মো.  হাবিবুর রহমান হাবিব কে সংগঠনের শৃঙ্খলা ও সংগঠন বিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে  উপজেলা কৃষক লীগের সভাপতি পদ থেকে সাময়িক  অব্যাহতি প্রদান করেছে জেলা কৃষক লীগ এবং তাকে কৃষক লীগের সকল সাংগঠনিক কর্মকান্ড  থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়।  

৭ অক্টোবর শনিবার  জেলা কৃষক লীগের আহবায়ক মো. আবু বককার খান ও যুগ্ম আহবায়ক ( রাজবাড়ী সদর ও গোয়ালন্দ  উপজেলার সাংগঠনিক  দায়িত্ব প্রাপ্ত) মো. আবুল হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।  অপর প্রেস বিজ্ঞপ্তিতে গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সিনিয়র  যুগ্ম সাধারণ সম্পাদক  মো. সাইফুল ইসলাম শাহীন কে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার কাজে জড়িত থাকার অভিযোগে  সর্তক করা হয়েছে।  

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024