|
Date: 2023-10-07 14:23:49 |
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে আলোচনা সভা এবং ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ই অক্টোবর) সকালে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় ডোমার আইডিয়াল একাডেমিতে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন—ডোমার আইডিয়াল একাডেমির প্রিন্সিপাল মাওলানা মোসলেহুদ্দীন শাহ্ কোরাইশী।
এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হামিদ হোসাইনী প্রমূখ সহ ডোমার আইডিয়াল একাডেমির শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
পরে, প্রতিষ্ঠানটির প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীর অংশগ্রহণে নাতে রাসুল (সাঃ), ছড়া/কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও কুইজ বিষয়ে অনুষ্ঠিত ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার ৬০ জন বিজয়ীর মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।
© Deshchitro 2024