জয়পুরহাটে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানানো এবং গ্রামীন পর্যায়ে বসবাস করা যুব সমাজকে খেলাধূলামুখী করার লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে জয়পুরহাট স্টেডিয়ামে জামালপুর ফুটবল দল ও জয়পুরহাট পৌরসভা ফুটবল দলের মধ্যে সমাপনী খেলা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বীর মুক্তিযোদ্ধা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলার ৩২ টি ইউনিয়ন ও ৫ পৌরসভামিলে মোট ৩৭ টি ফুটবল দল অংশ গ্রহনে ফাইনালে জয়পুরহাট পৌরসভা ফুটবল দল বনাম জামলপুর ইউনিয়ন ফুটবল দল মুখোমুখি খেলে একটি করে গোল করলেও শেষ পর্যন্ত ট্রাইবেকারে ৩-৫ গোলে পৌরসভা ফুটবল দল বিজয়ী হয়।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জ ডিআইজি আনিসুর রহমান।

জেলা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা আ.লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারন সম্পাদক জাকির হোসেন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদুল আলম লেবু।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার কে.এম.এ মামুন খান চিশতী, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইশতিয়াক আলম, জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু, দোগাছী ইউপি চেয়ারম্যান সামছুল আলম সুমন, জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম খানসহ অন্যান্যরা।

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়ারদের হাতে ট্রফি ও পুরুস্কার তুলে দেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024