অসহায় মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতি বদ্ধ হয়ে নিরলস ভাবে একঝাঁক উদীয়মান তরুণদের নিয়ে কাজ করে যাচ্ছেন আলোচীত স্বেচ্ছাসেবী সংগঠন অনামিকা আজম ফাউন্ডেশন।


মানুষের কল্যানে হতদরিদ্র মানুষের মাঝে সেবার উদ্যোগ নিয়ে সুদূর যুক্তরাজ্য থেকে নিজ পৃষ্ঠপোষকতা চালিয়ে যাচ্ছেন সমাজের অবহেলিত হত দরিদ্র মানুষের মাঝে বিভিন্ন শ্রেণির সহযোগিতা। 


যিনি, নিজ অর্থায়নে মানুষের সেবায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, তিনি হলেন নোয়াখালী জেলার চাটখিল উপজেলার দশনী টগবার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলী আজমের সূযোগ্য কন্যা যুক্তরাজ্য প্রবাসী অনামিকা আজম। 


একজন নারী হয়েও যুক্তরাজ্যে আইন পেশায় নিয়োজিত রেখে, সমাজের অসহায়দের সেবা করে যাচ্ছেন, মানবতার আলোর দিশারী খ্যাত অনামিকা আজম। তিনি একজন মুক্তিযোদ্ধার গর্বিত সন্তান। 


দেশে করোনা কালিন সময়ের পর থেকে হাজারো পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে অসহায়দের মাঝে পৌঁছিয়ে দিয়েছেন আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রীর। অনামিকা আজম ফাউন্ডেশন কাজ করছেন সমাজের সুবিধা বঞ্চিত মানুষ , অসহায়, অনাথ, এতিম, ও পথশিশুদের নিয়ে।


নোয়াখালী জেলা সহ দেশের বিভিন্ন জেলায় এবং বিভাগীয় অঞ্চলে পৌঁছে গেছে অনামিকা আজমের মানবতার সেবা, অনলাইন ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে পৌঁছে দিচ্ছেন স্বেচ্ছাসেবী কর্মীদের দিয়ে আর্থিক সহায়তা, মসজিদ মাদ্রাসা ও সহ আরো বিভিন্ন প্রতিষ্ঠানে দিয়েছেন নগদ অর্থ, ক্রীড়া সামগ্রী, কম্বল, ধর্মীয় গ্রন্থ আল কোরআন, স্কুল ব্যাগ গাইড, ও শিক্ষা উপকরণ সামগ্রী।

গৃহহীন অনেক পরিবারের মাঝে করে দিয়েছেন ঘর নির্মাণ সহ অন্যান্য সামগ্রী।


জটিল রোগীদের কে চিকিৎসার খরচ, প্রতিবন্ধী ও তার পরিবারের মাঝে  একসাথে ২/৩ মাসের খাদ্য সামগ্রী। এবং নারীদের কর্মসংস্থানের জন্য ফ্রি সেলাই প্রশিক্ষণ সহ বিভিন্ন সেবা প্রদান করে আসছেন। 


মানবতার আলোর দিশারী খ্যাত অনামিকা আজম যুক্তরাজ্যে বসবাস করছেন। পিতার স্বপ্নকে বাস্তবায়নের জন্য সামাজিক কাজগুলো করে বর্তমানে সবার কাছে প্রশংসায় কুড়িয়েছেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান  অনামিকা আজম আমাদেরকে মুঠো ফোনে জানান, পৃথিবীতে যত সেবা রয়েছে, তার মধ্যে উত্তম  মানবতার সেবাই। তিনি সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024