|
Date: 2023-10-08 04:31:53 |
প্রতিপক্ষের ছুরির আঘাতে আহত হয়েছেন শাওন পাইক (১৮) নামে এক যুবক।
শনিবার (৭অক্টোবর) শরীয়তপুর নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নে সুরেশ্বর নদীর পারে এ ঘটনা ঘটে।
সাওন পাইক (১৮) ঘরিসার ইউনিয়ন এর হালইসার সবুজবাগ গ্রামের নুরুল হক পাইক এর পুত্র। জাহাঙ্গীর দেওয়ান (৩২) একই গ্রামের আলী মিয়া দেওয়ান এর পুত্র।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, দুই জনের মধ্যে মারামারি হয়েছে। কি নিয়ে মারামারি হয়েছে এ বিষয় কেউ কিছু বলতে পারেনা। আহত শাওন পাইক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। আর জাহাঙ্গীরকে আটক করেছে পুলিশ ।
এ বিষয় নড়িয়া থানা অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান বলেন আমি বিষয়টি শুনেছি। শাওনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অভিযুক্ত জাহাঙ্গীরকে আটক করেছি।
© Deshchitro 2024