দিনাজপুর সদর উপজেলার ৭নং উথরাইল ইউনিয়নের মুরাদপুর সাহেবডাঙ্গা বাজারে ছোট্ট পান দোকান ও ডিম বেঁচে জীবিকা নির্বাহ করে মোঃ সিরাজুল ইসলাম।কিন্তু বাকীতে পান সুপারি বিক্রি করতে রাজি না হওয়ায়  অত্র ইউনিয়নের কতিপয় দুষ্কৃতীকারি শুক্রবার রাত ৮টা ৩০মিনিটে বাজারে প্রবেশ করে সিরাজুল ইসলামের টিন দিয়ে করা পান সিগারেটের দোকানটি ভেঙে মালামাল তছনছ করে ব্যাপক ক্ষতি সাধন করে এবং বড় ধরনের ক্ষতি করার ভয় দেখিয়ে চলে যায় বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায় এছাড়া ও এসময় তারা অভিযোগ করে বলেন আমরা মোবাইলে খবর দেখায় তাদের মধ্যে কিযেন বিরুপ প্রতিক্রিয়া কাজ করে।আর এর সুবাদেই দোকান ভাংচূড় করে।
এই মর্মে মোঃ সিরাজুল ইসলাম বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় পিতা মৃত জমিল উদ্দিনের ছেলে মোঃ নুরু(৪৫),মোঃ জমির উদ্দিন মেকারের ছেলে মোঃ  জামান(২৮),মৃত আশরাফ আলীর ছেলে মোঃ রিয়াজুল ইসলাম,নেরু মোহাম্মদের ছেলে মোঃ রবিউল ইসলাম (৩৫)এবং মৃত আতাবুদ্দিনের ছেলে মোঃ মোনাব্বর(৪০)এর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।দায়েরকৃত অভিযোগসুত্রে জানা যায় উক্ত বিবাদীরা বাকিতে পান সুপারি খেতে আসলে তাদের বাকি না দেয়ায় পরিকল্পিতভাবে দোকান ভাংচূড় করে ক্ষতিসাধন করেছে।এরুপ কাজের সাথে সম্পৃক্তদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সিরাজুল ইসলাম।জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বনটি সন্ত্রাসীরা ভেঙে দেয়ায় বর্তমানে দুর্বিসহ দিন কাটাচ্ছে মোঃ সিরাজুল ইসলাম বলে মন্তব্য করেন এলাকাবাসী ।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024