ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের অধীন শেরপুর জেলার একটি উপজেলা ঝিনাইগাতী। এই উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি দপ্তর হচ্ছে উপজেলা ভূমি অফিস। নাগরিকদের সকল ভূমি বিষয়ক সেবা প্রদান, জমি-জমা সংক্রান্ত বিরোধ নিরসন, সরকারি খাসজমি র¶ণাবে¶ণ, ভূমিহীনদের মাঝে কৃষি খাস জমি বন্দোবস্তসহ বিভিন্ন জমি সংক্রান্ত কার্যাবলী অত্র অফিসের মাধ্যমে সম্পাদিত হয়। বর্তমানে দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর বিগত ৮ অক্টোবর ২০২২ ইং তারিখে যোগদান করে তিনি সফলতার সাথে তার দায়িত্বের এক বছর অতিবাহিত করেছেন। গত ১ বছরে এসিল্যান্ড আশরাফুল কবীর ঝিনাইগাতী উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় অবৈধ দখলে থাকা কৃষি ও অকৃষি প্রায় ১০ একর জমি উদ্ধার করেছেন। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ কোটি টাকা। ভূমি উন্নয়ন কর আদায় করেছেন ২ কোটি ১ লক্ষ ৮৯ হাজার ৫ শত ৩৭ টাকা। অর্পিত সম্পত্তির লীজ মানি আদায় করেছেন ১২ লক্ষ টাকা। এছাড়াও আইন শৃঙ্খলার উন্নয়ন ও মাদকসেবী, অবৈধ বালু ও মাটি ব্যবসায়ীসহ বিভিন্ন সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অপরাধীদের দণ্ড প্রদান ও জরিমানা আদায় করেছেন তিনি। এসিল্যান্ড আশরাফুল কবীর গত এক বছর দায়িত্ব পালন করে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন এবং ভূমি সেবা নিশ্চিত করণে অগ্রণী ভূমিকা রেখেছেন। উপজেলাবাসী তার সেবায় উপকৃত হচ্ছেন। এতে তিনি ভূমি সেবা গ্রহিতাসহ ঝিনাইগাতীবাসীর কাছে প্রশংসীত হয়েছেন। তিনি ৩৭ তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024