|
Date: 2023-10-08 12:39:34 |
কবিতা
তুমিও কাঁদবে....।
কাজী এহসানুল হক জিহাদ।
আমার রক্তাক্ত হৃদয়ের
কম্পন থেমে যাবে একদিন
কাঁদবে সেদিন অঝোরেই...।
ঝড়াবে অশ্রুজল
যেমন ঝাড়াচ্ছে আজ মেঘেরা
সেদিন ডাকলেও আর পাবেনা সারা...।
নিথর দেহটা পরে রবে
চার চাকার গাড়ীটায়....।
পরক্ষনেই সময় হবে
মৃত্তিকাতে পরবো চাপা
কাঁদবে তুমিও সেদিন
মৃত্তিকায় ঘেরা
আমার দেহটার পাশে...।
সেদিন হয়তো
পরখ করিবে তুমি
আফসোসে
আর্তনাদে কাটাবে
প্রতিটি প্রহর প্রতিটি ক্ষণ...।
© Deshchitro 2024