কুড়িগ্রামের উলিপুরে অটো রিকশার নিচে চাপায়  ছয় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, আজ রোববার সকাল ১১ টায় উপজেলার ধরনী বাড়ি ইউনিয়নের কেকতির পাড় গ্রামে।
জানা গেছে, উক্ত গ্রামের অটো রিকশা চালক আব্দুল হামিদ বাড়ির পাশে রাস্তায় চাবিসহ রিক্সাটি রেখে বাড়িতে যায়, এ সময় ফাহিমা সহ কয়েকজন শিশু অটো রিক্সাটিতে উঠে চাবি ঘুরাঘুরি করতে থাকলে অটো রিক্সাটি চালিত হয়ে উল্টে যায়। এ সময় রিকশাটির নিচে ফাহিমাকে পড়ে থাকা দেখে এলাকার লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে । স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।নিহত ফাহিমা ওই গ্রামের ফুল মিয়ার মেয়ে।পরে  খবর পেয়ে উলিপুর থানার এসআই  আতিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পারিবারিক ভাবে কোন অভিযোগ না থাকায় উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজার সাথে কথা বলে শিশুটিকে  দাফনের অনুমতি দেয় পুলিশ। ঘটনাটি নিশ্চিত করেছেন, ধরনী বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হক। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024