|
Date: 2023-10-08 23:52:12 |
লাখাইয়ে সকল পূজা কমিটির সাথে নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।
হবিগঞ্জে লাখাই থানা পুলিশের আয়োজনে আসন্ন শারদীয় দূর্গা পূজা -২০২৩ উপলক্ষে লাখাই উপজেলার সকল পূজা কমিটির সাথে নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৮ অক্টোবর) বিকালে লাখাই থানা সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ নুনু মিয়া এর সভাপতিত্বে ও ওসি( তদন্ত) চম্পক দাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খলিলুর রহমান।
এতে আলোচনায় অংশ নেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রানেশ গোস্বামী, সাধারন সম্পাদক সম্পদ রায়,হিন্দু- বৌদ্ধ - খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র সূত্রধর, সাধারন সম্পাদক ও বুল্লা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ,স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের আইসি গোলাম মুর্শেদ,লাখাই প্রেস ক্লাব সাধারন সম্পাদক মোঃ বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবুল কাসেম , লাখাই প্রেসক্লাব এর সহ- সভাপতি আশীষ দাশগুপ্ত, লাখাই প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহাম্মদ ,,সাংবাদিক মহসিন সাদেক, সাংবাদিক সুমন আহমেদ বিজয়,,অমূল্য চন্দ্র রায়,রাধা কৃষ্ণ দাস, বিশ্বজিত ভট্টাচার্য, সজল কান্তি দাস, বিপ্লাব কুমার রায়, জনক চন্দ্র দেব, সজল দাস,প্রবিন্দ্র চন্দ্র দাস, মানিক দেব,বিদুৎ কান্তি দাস, বিশ্বজিৎ রায়,৷ উপজেলার ৭০ টি পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খলিলুর রহমান বলেন পূজা উপলক্ষে উপজেলার সকল পূজা মন্ডপে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সম্ভব সবকিছু করা হবে। পূজায় আইনশৃঙ্খলা বিঘ্ন সৃষ্টির যে কোন প্রচেষ্টা কঠোরভাবে দমনের চেষ্টা করা হবে।
পূজায় আইনশৃঙ্খলার দায়িত্ব পালনে কোন শৈথিল্য প্রদর্শনের দিকে সজাক দৃষ্টি রাখতে হবে।
কোন প্রকার গুজবে কান দিবেন না।পূজায় ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে গান- বাজনার আয়োজন করতে।সার্বক্ষনিক আলোর ব্যবস্থা গ্রহনে বিদ্যুৎ এর পাশাপাশি জেনারেটর এর ব্যবস্থা ও সম্ভব হলে সিসি ক্যামেরার আওতায় আনতে হবে।
শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন লাখাই প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ ও গীতা পাঠ করেন বিশ্বজিৎ ভট্টাচার্য্য।
© Deshchitro 2024