কক্সবাজারের উখিয়া ক্যাম্পে পৃথক ঘটনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী গ্রুপের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন।


সোমবার (৯অক্টোবর) ভোর ৩টা ও ৪টার দিকে এই ঘটনা ঘটে।


বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শেখ মোহাম্মদ আলী।


তিনি বলেন, ভোর রাতে ২নং ক্যাম্পে অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জন সন্ত্রাসী অস্ত্র নিয়ে মাহমুদুল হকের বসত ঘরে সামনে এসে গুলি করে। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ঘটনাস্থলে ছানা উল্যাহ (২৭) এর বুকের নিচে গুলি লাগে। এতে ঘটনাস্থলেই মারা যায় ছানা উল্যাহ। নিহত ছানা উল্যাহ ২নং ক্যাম্পের বাসিন্দা।


এদিকে ১ঘন্টার ব্যবধানে আরো একটি হত্যার ঘটনা ঘটে।


আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর হামলা ও গুলিতে আহম্মদ হোসেন (৩৬) নামে একজন নিহত হয়েছে।


রোববার (৯অক্টোবর) রাত ৩টার দিকে ৭নং ক্যাম্পে এই ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা ৭নং ক্যাম্পের বাসিন্দা।


বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী।


তিনি বলেন, আধিপত্য বিস্তার এবং পূর্বশত্রুতার জেরে একটি সশস্ত্র গোষ্ঠীর ১৫-১৬ জন সন্ত্রাসী রাতে একটি চায়ের দোকানের সামনে গুলি করে। এসময় ঘটনা স্থলে নিহত হয়।


১ঘন্টার ব্যবধানে দুর্বৃত্তের গলিতে দুইজন নিহত হয়।নিহত দুজনের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। গুলিতেই তাঁদের মৃত্যু হয়েছে। দুজনের বুক, পেট এবং কোমরে গুলির চিহ্ন পাওয়া গেছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024