|
Date: 2023-10-09 05:32:10 |
কুতুবদিয়া সরকারি কলেজে এবার রেকর্ড সংখ্যক শিক্ষার্থী ভর্তি হয়েছে। গত বছর এইচএসসিতে অভাবনীয় সাফল্য অর্জন করায় দ্বীপের শিক্ষার্থীরা ঝুঁকছে উপজেলার একমাত্র এ সরকারি কলেজের দিকে। ২০২৩-২৪ সেশনে প্রথম বর্ষে ভর্তি হয়েছে ৫৬০ জন শিক্ষার্থী। ভর্তির মেয়াদ বৃদ্ধি হলে এ সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।
কলেজ সূত্র জানায়, গতবছর ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় কুতুবদিয়া সরকারি কলেজে পরীক্ষার্থী ছিল ৪৬৮ জন। ২৬ জন জিপিএ-৫ সহ পাশ করেছিল ৪৫২ জন শিক্ষার্থী। পাশের হার ৯৬.৫৮ ভাগ। এটিই ছিল এ কলেজের শীর্ষ ফলাফল। এর ফলে দ্বীপের শিক্ষার্থী ও অভিভাবকরা আস্থা ফিরে পান উপজেলার একমাত্র সরকারি কলেজটির উপর। যে কারণে ২০২২-২৩ সেশনে প্রথম বর্ষে ভর্তি হয় সাড়ে ৫ শত শিক্ষার্থী।
চলতি বছর ২৩ সালে সদ্য এইচএসসিতে ৪৬০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। রবিবার (০৮ অক্টোবর) ছিল কলেজে প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাশ। ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের ছিল মিলন মেলা।
প্রথম বর্ষের প্রথম দিন কলেজে আসা ছাত্রী তাসফিয়া আফরিন ও তানিসা তাবাচ্ছুম অনুভুতি জানাতে গিয়ে বলেন, পর্যায়ক্রমে প্রতিবছর কুতুবদিয়া সরকারি কলেজে ফলাফল বেশ ভাল হচ্ছে। সেটা দেখেই তারা ভর্তি হয়েছেন এই কলেজে। তারা আশা করছেন, এই সাফল্যধারা যুগ যুগ ধরে চলমান থাকুক এ প্রত্যাশা।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোতাহেরা বেগম বলেন, প্রতিবছরই শিক্ষার্থী বাড়ছে কলেজে। ছাত্র-ছাত্রীরা ভাল ফলাফলও করছে নিয়মিত। এতে শিক্ষক, শিক্ষার্থী অভিভাবকদের সহযোগীতা রয়েছে। আগামীতে আরো ভাল ফলাফল করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
© Deshchitro 2024