রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের  ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব গ্রহণ করেছেন আবুল হোসেন প্রামাণিক ( আবুল মেম্বার)।

গতকাল ৮ অক্টোবর রবিবার বিকাল ৫ ঘটিকায় উপজেলা কৃষক লীগের এক জরুরি সভায় উপজেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন প্রামাণিক কে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।  

উল্লেখ্য গত ৭ অক্টোবর শনিবার রাজবাড়ী জেলা কৃষক লীগ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা কৃষক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব কে শৃঙ্খলাভঙ্গ, সংগঠন বিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে তাকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। এবং কৃষক লীগের সকল সাংগঠনিক কর্মকান্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।  

গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের  সাধারণ সম্পাদক মো. শামীম মৃধা  বলেন, উপজেলা কৃষক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব কে শৃঙ্খলাভঙ্গ ও সংগঠন বিরোধী কর্যকলাপের সাথে জড়িয় থাকার অভিযোগে জেলা কৃষক লীগ তাকে সাময়িক অব্যাহতি দিয়েছে। সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য  উপজেলা কৃষক লীগের জরুরি সভায়  সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন প্রামাণিক কে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।  

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024