আশাশুনিতে ২৮ তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ' ২০২৩
উপলক্ষে বিবিন্ন কার্যক্রম পালন করা হয়েছে। সোমবার উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের পক্ষ থেকে এ কর্মসুচি পালন করা হয়।
৮-১৪
অক্টোবর কৃমি নিয়ন্ত্রণ সম্পাহ পালনের অংশ হিসাবে আশাশুনি আলিয়া মাদ্রাসায়
৫-১৬ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের কৃমির ঔষধ খাওয়ানো উদ্বোধন করেন, উপজেলা
মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান। এছাড়া ধান্যহাটি, শ্রীকলস
(সোদকোনা সংলগ্ন) ও বড় দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃমি
নিয়ন্ত্রণ সপ্তাহ কার্যক্রম পরিদর্শন ও মূল্যবান স্বাস্থ্য শিক্ষা প্রদান
করেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোক্তারুজ্জামান স্বপন।