আগামী ০৫ নভেম্বর লক্ষ্মীপুর -৩ আসনের উপনির্বাচনে অংশ নিবে জাতীয় পার্টি বা জাপা। এতে  জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে মনোনয়ন পেয়েছেন লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির  সাবেক সভাপতি ও  সংসদ সদস্য মোহাম্মদ উল্যার বড় ছেলে মুহাম্মদ রাকিব হোসেন।  


 আজ  সোমবার (৯ অক্টোবর) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ  কাদের (জিএম কাদের) তার হাতে দলীয় মনোনয়নপত্র তুলে দেন।


 মনোনীত প্রার্থী রাকিব জেলা জাতীয় পার্টির নবগঠিত কমিটির সহ সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।



উল্লেখ্য গত ৮ অক্টোবর এ উপনির্বাচনে  আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু।  



গত ৩০ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল মারা যাওয়ায় আসনটি শূন্য ও ৫ নভেম্বর উপনির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। 



এ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১১ অক্টোবর, বাছাই ১২ অক্টোবর। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ১৩ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত, আপিল নিষ্পত্তি হবে ১৮ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ অক্টোবর। প্রতীক বরাদ্দ ২০ অক্টোবর।  



এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৪৪। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন। মোট ১১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে।  

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024