|
Date: 2023-10-09 16:52:42 |
নীলফামারীর ডোমার উপজেলার বক্করের মোড়ে বিজয় চক্রবর্তীর বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের আরও এক সদস্যকে ডাকাতির কাজে ব্যবহৃত মোটরসাইকেল সহ গ্রেপ্তার করেছে পুলিশ। এখন অব্ধি এই মামলায় ১১ জনকে আটক করা হয়েছে।
রবিবার (৮ই অক্টোবর) রাতে দিনাজপুর জেলার খানসামা উপজেলার খানসামা বাজার থেকে ডাকাতির সাথে জড়িত পরিমল চন্দ্রকে আটক করা হয়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত পরিমল চন্দ্র (৩১) দিনাজপুর জেলার খানসামা উপজেলার কৃষ্ণপুরের অনিল চন্দ্রের পুত্র।
জানা যায়, গত ১লা মে মধ্যরাতে ডোমার থানাধীন ছোটরাউতার বক্করের মোড়ের ব্রাহ্মণপাড়া এলাকার বিজয় চক্রবর্তীর বাড়িতে ১০/১২ জনের একটি ডাকাত দল মুখে কালো রং মেখে ও মাস্ক পরে বাড়িতে প্রবেশ করে অস্ত্র দেখিয়ে ভয়ভীতি ও জিম্মি করে ১ লাখ ৮৮ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালংকার, ৪ ভরি রুপার অলংকার, কাসার প্লেট, গ্লাস, বাটি, ৫টি মোবাইল ফোন সহ ২ লাখ ৯২ হাজার টাকার মালামাল নিয়ে যায়।
এই ঘটনায় অজ্ঞাতনামা ডাকাতদের নামে ডোমার থানার মামলা নম্বর-০১, তারিখ- ০২/০৫/২০২৩ খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ দঃ বিঃ রুজু হয়।
থানা সুত্রে জানা যায়, মামলাটি তদন্তকালে এখন অব্ধি ১১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ডাকাত দলটি আন্তঃজেলা ডাকাতির সাথে জড়িত। ডাকাত সদস্যদের নামে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে। বাকি সদস্যদের গ্রেফতার ও অন্যান্য মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।
উল্লেখ্য, আসামিদের কাছ থেকে বাদীর লুন্ঠিত ১৩ হাজার টাকা, বাদীর ব্যবহৃত একটি মোবাইল, কাঁসার প্লেট একটি, বাটি দুইটি, ডাকাতি কাজে ব্যবহৃত যানবাহন হিসেবে ৩টি মোটরসাইকেল উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে।
© Deshchitro 2024