|
Date: 2023-10-10 08:47:42 |
কলমাকান্দায় নেত্রকোণা-১ আসনের মনোনয়ন প্রত্যাশীর সংবাদ সম্মেলন
মোঃ ফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা
নেত্রকোণা জেলার কলমাকান্দায় নেত্রকোণা-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ রফিকুজ্জামান খোকন সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (১০ অক্টোবর) উপজেলার ডায়ারকান্দা বাজারে এ সংবাদ সম্মেলন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ রফিকুজ্জামান খোকন সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের ধারাবাহিক বর্ননা দিয়ে বলেন আওয়ামী লীগ সরকার জনগনের ব্যাপক উন্নয়ন ও জনকল্যাণ মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি একজন তৃণমূল কর্মী হিসাবে নেত্রকোণা-১(কলমাকান্দা-দূর্গাপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী। তিনি বলেন আমাকে মনোনয়ন দেওয়া হলে বিপুল ভোটে জয়ী হয়ে দলকে আসনটি উপহার দিতে পারবো বলে আশাবাদী।
স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আমাকে মনোনয়ন না দিলেও নৌকা নিয়ে যিনিই প্রার্থী হবেন আমি তাকে নিয়েই নির্বাচনে ঝাঁপিয়ে পড়বো।
সংবাদ সম্মেলনে নেত্রকোণা ও কলমাকান্দার বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন। এছাড়াও সংবাদ সম্মেলন শেষে এলাকার শত শত লোক মোঃ রফিকুজ্জামান খোকনের প্রার্থীতা দাবী করে বিশাল মিছিল করেছেন।
© Deshchitro 2024