কক্সবাজারের চকরিয়ায় বন মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ। গতকাল সোমবার (০৯ অক্টোবর) রাতে উপজেলার কাকারা ইউনিয়নের পাহাড়তলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।


আটককৃত আসামিরা হলেন, উপজেলার কাকারা ইউনিয়নের মাঝের পাড়া এলাকার মুছা মিয়ার ছেলে আরিফুল ইসলাম (৩০) ও একই ইউনিয়নের পাহাড়তলী এলাকার মৃত আলতাজ মিয়ার ছেলে মো: শামসু মিয়া (৫০)। তারা দু’জনেই বন মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিল।



মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।



পুলিশ জানায়, সোমবার (০৯ অক্টোবর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম উপজেলার কাকারা ইউনিয়নের পাহাড়তলী এলাকায় অভিযান চালায়। অভিযানে বন মামলা নং-৭৮/০৮ এর ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি আরিফুল ইসলাম এবং বন মামলা ৫৪/১৮ মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি মো. শামসু মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। আসামিরা আদালতে সাজাপ্রাপ্ত হওয়ার পর দীর্ঘদিন পলাতক ছিল।


চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সাজা পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024