|
Date: 2023-10-10 10:36:43 |
গোয়ালন্দে ৬৫টি ইয়াবা,সাড়ে ১১গ্রাম হিরোইন,৫৫০ গ্রাম গাঁজা সহ আটক -৩
মোঃ শাকিল মোল্লা,রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের অভিযানে ৬৫টি ইয়াবা ট্যাবলটে, সাড়ে ১১ গ্রাম হেরোইন, ৫৫০ গ্রাম গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ১০ই অক্টোবর বিকালে অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানান, আজ দুপুরে ছবদুল খাঁর পাড়া সাকিনস্থ আবু বক্কার মঞ্জিলের উত্তর দুয়ারী সেমি পাকা ঘর থেকে মাদক ব্যবসায়ী আব্দুল রহমান মন্ডলের ছেলে ১। মোঃ সজিব মন্ডল (২৫) ৬৫ টি ইয়াবা ট্যাবলেট, ও মৃধা ডাঙ্গা এলাকা হতে মৃত রজব আলি মোল্লার ছেলে ২। মোঃ রাসেল মোল্লা (২৬) কে সাড়ে ১১ গ্রাম হিরোইন,এবং উজান চর এলাকা হতে মোঃ বেলায়েত আলী শেখের ছেলে ৩। ইমরান শেখ (২১), কে ৫৫০ গ্রাম গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ আটক করে পুলিশ। তাদের প্রত্যকে গোয়ালন্দ উপজেলার বাসিন্দা।
আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
© Deshchitro 2024