|
Date: 2023-10-10 13:34:32 |
বঙ্গমাতা গোল্ডকাপের বিভাগীয় ফাইনালে শ্যামনগরের মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের প্রত্যন্ত এলাকার ১৬৫ নং পূর্ব মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল বঙ্গমাতা গোল্ডকাপের বিভাগীয় পর্যায়ে সেমি ফাইনাল খেলায় জয়লাভ করে ফাইনালে উত্তীর্ণ হয়েছে।
মঙ্গলবার বিকালে খুলনা বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত খেলায় বাগেরহাট জেলাকে ৩-০ গোলে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়। বুধবার ২টায় খুলনায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় বিভাগীয় পর্যায়ে বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনালে উত্তীর্ণ হওয়ায় অভিনন্দন জ্ঞাপন করেছেন উপজেলা পরিষদ শ্যামনগর, উপজেলা প্রশাসন শ্যামনগর, শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সহ বিভিন্ন শিক্ষক মন্ডলী, অভিভাবকবৃন্দ প্রমুখ।
সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল বলেন ফাইনাল খেলাটি উপভোগ করা সহ খেলোয়াড়দের উৎসাহ দিতে আমাদের শ্যামনগর থেকে কয়েকটি গাড়ী ভরে অভিভাবকবৃন্দ যাবেন সেভাবে প্রস্ততি চলছে।
ছবি- বঙ্গমাতা গোল্ডকাপের বিভাগীয় ফাইনালে শ্যামনগরের মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়।
© Deshchitro 2024