|
Date: 2023-10-10 15:31:53 |
জীবনে কোনো কিছুতে হে'রে যাওয়া মানেই শে'ষ হয়ে
যাওয়া নয়... বরং নিজের মধ্যে এই আত্নবিশ্বাস'টা বাঁ'চিয়ে রাখুন-- আমি পারবো, আমাকে পারতেই হবে,
দেখবেন! জীবন আপনাকে যত ক'ঠি'ন পরিস্থিতিতেই দাঁড় করিয়ে দিক না কেনো, আপনি ভে'ঙ্গে পড়বেন না, বরং আপনার এই আত্নবিশ্বাসটাই আপনাকে একটা না একটা পথ বাতলিয়ে স'ম'স্যা থেকে বের করে এনে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে;
আপনার জীবনে হাজারটা মানুষ থাকবে... ঠিক ততক্ষণ, যতক্ষণ আপনার স্বচ্ছতা থাকবে,
অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে, সামাজিকভাবে আপনার একটা শ'ক্ত'পো'ক্ত অবস্থান থাকবে, ততক্ষণ আপনার আত্নীয় - স্বজন, বন্ধু - বন্ধব, কাছের মানুষ, প্রতিবেশী ও প্রিয়জনের অ'ভা'ব হবে না, কিন্তু! বিশ্বাস করুন, যখনই অর্থনৈতিক ভাবে আপনার অবস্থান খা'রা'প হবে কিংবা পারিবারিক বা সামাজিক ভাবে আপনার দিনকাল ভালো যাবে না, তখন আপনার আশেপাশে কেউ থাকবে না, আপনি আপনার ত্রিসীমানায়ও কাউকে হাজার খুঁজেও পাবেন না, জীবনে আসা ক'ঠি'ন সময় গুলো আপনাকে একাই ওভারকাম করতে হবে, সে সময়টাতে আপনাকে সঙ্গ দিয়ে সাহায্য করবে শুধুমাত্র আপনার এই আত্নবিশ্বাস-- "আমি পারবো, আমাকে পারতেই হবে"
কোনো কিছুতে হে'রে যেতে আমি শিখিনি... আমাকে হা'রা'নো এতো সহজ নয়, আমাকে ভা'ঙ্গ'তে পারলেও কেউ কোনোদিন ম'চ'কা'তে পারবেন না, "আমি ভা'ঙ্গ'বো তবুও ম'চ'কা'বো না" এই আত্নবিশ্বাস'টা মনের মধ্যে সজীব রাখুন, দেখবেন! জীবন আপনাকে জীবনের যা'তা'ক'লে হাজার বার পি'ষে দেওয়ার পরও আপনি ঠাই দাঁড়িয়ে আছেন, অ'ভা'ব-অ'ন'ট'ন, কর্মহী'ন'তা পারিবারিক, অর্থনৈতিক কিংবা প্রেম জনিত, যে কোনো ডি'প্রে'শ'ন -ই হোক না কেনো সবটাই আপনি আপনার আত্নবিশ্বাসের শ'ক্তি'তে কা'টি'য়ে উঠে
ঘুরে দাঁড়াতে পেরেছেন, এর জন্য আপনাকে কারো মুখাপেক্ষী হতে হয়নি, কোনো সা'ই'ক্রে'টি'স এর শরণাপন্ন হতে হয়নি, কারণ! আপনার সেই আত্নবিশ্বাসটা আছে, যেটা সবার থাকে না;
ছোট্ট একটা জীবন... তার গল্পটা না হয় একটু বড়-ই হলো, ক্ষ'তি কি তাতে? কি লা'ভ জীবনের গল্পটা অযথা ছোট করার চেষ্টা করে? আমাদের হাতে সব কিছু থাকে না, এটা যেমন ঠিক তেমনি এটাও ঠিক অনেক কিছুই আমাদের হাতে থাকে, আর যা আমাদের হাতে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে-- "আমি পারবো, আমাকে পারতেই হবে" এই আত্নবিশ্বাস'টা, মনে রাখবেন!
জীবন মানেই যু'দ্ধ, আর বাস্তবতা মানেই নাট্যমঞ্চ।
লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।
© Deshchitro 2024