|
Date: 2023-10-10 15:39:30 |
মনের দিক থেকে কেউই পুরোপুরি পারফেক্ট হতে পারে না!তুমি যখন পুরোপুরি পারফেক্ট কাউকে খুঁজতে যাবে,তখন তুমি এমন কাউকে হারিয়ে ফেলবে,যে পুরোপুরি পারফেক্ট না হলেও তোমার জীবনের জন্য আশীর্বাদ ছিল!
পৃথিবীতে সব মানুষের মন-মানসিকতা,আচার-আচরণ, স্বভাব কিন্তু এক নয়।তুমি যে মন-মানসিকতার, ঠিক সেই মন-মানসিকতার একটা মানুষকে তুমি পেতে পারো।কিন্তু তার স্বভাব এবং আচরণে তোমার সাথে ভিন্নতা থাকবেই।
সবমিলিয়ে তুমি তাকেই ভালোবাসতে পারবে কিংবা গ্রহণ করতে পারবে,যে মানুষটাকে তুমি মন থেকেই ভালোবাসো।
তখন তুমি তার সাথে নিজেকে এডজাস্ট করে নিতে পারো সহজেই।তবে সে ক্ষেত্রে সেই মানুষটাকেও তোমার মতোই আগ্রহী থাকতে হবে।তুমি ঠিক যতটা ভালোবাসো,তাকেও ঠিক তোমাকে ততটাই ভালোবাসতে হবে।একতরফা ভাবে যদি তুমি তার সাথে Adjusting করতে যাও,তবে তুমি কেবল হতাশই হবে!
Adjusting তার সাথেই করে নাও,যে কেবল তোমায় ভালোবাসে।তোমার সবকিছু জেনেও,যে তোমার বিকল্প খুঁজে বেড়ায় না,তোমার জন্য যে সবকিছু বিসর্জন দিতেও কখনো দ্বিধা করে না।
মনে রেখোঃ
পুরোপুরি পারফেক্ট মানুষ যারা খুঁজতে যায়,তারা বিকল্প হিসাবে মানুষ বাছাই করে!তোমার থেকেও আরো ভালো কাউকে পেলে,তোমাকে ছেড়ে দিতে যার এক সেকেন্ড সময়ও লাগবে না!এমন মানুষগুলো কেবল বিকল্প খুঁজে বেড়ায় এবং তারা পেয়েও যায়।
সবকিছুতেই পারফেক্ট খোঁজা মানুষগুলো কখনোই কাউকে ভালো রাখতে পারে না,তারা কেবল ভালো থাকার সুযোগ খুঁজে!
একটি সম্পর্ককে সুন্দর করতে,পরস্পরের Adjusting এর ব্যপারটার কোনোই বিকল্প নেই।
উহু...
একদমই নেই।
লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।
© Deshchitro 2024