|
Date: 2023-10-10 15:46:34 |
আজকাল নিজেকে বেশ অ'ব'হে'লা করি, আমি কি চাই? আমার কি ভালো লাগে? কি ভালো লাগে না? এগুলোর খোঁজখবর নেওয়া হয় না বহুদিন, নানান কাজের ভিড়ে কোথাও যেন নিজেকেই হারিয়ে ফেলেছি;
নিজেকে সময় দেওয়া হয় না অনেক কাল, বয়সের তুলনায় দায়িত্ব যেন দ্বিগুণ হারে বেড়েছে, চতুর দিকের চাপে মাঝে মাঝে নিজের ভাড়টাই আর বইতে ইচ্ছে করে না, মাঝে মধ্যে সব কিছু ছেড়ে - ছুড়ে দিয়ে দু-চোখ যেখানে যায় সেখানেই চলে যেতে ইচ্ছে করে, মাঝে মধ্যে ইচ্ছে করে এমন কোথাও চলে যেতে যেখান থেকে আর কখনো ফিরে আসতে হবে না, যেখানে শুধু অনাবিল শান্তি;
আজকাল ভীষণ মা'ন'সি'ক স'ম'স্যা'য় ভু'গ'ছি! অ'ভা'ব - অ'ন'ট'ন, বে'কা'র'ত্ব, প্রিয় মানুষের ছে'ড়ে যাওয়ার ক'ষ্ট, সংসারী হওয়া- না হওয়ার জ্বা'লা, একের পর এক স্বপ্ন ভ'ঙ্গে অ'নি'শ্চি'ত ভবিষ্যৎ, সব কিছু যেন জোট বেঁ'ধেছে আমাকে মা'ন'সি'ক যন্ত্র'ণায় পু'ড়ি'য়ে মা'রা'র;
নিজের সাথে নিজে যু'দ্ধ করতে করতে খুব ক্লা'ন্ত হয়ে পড়েছি, আ'বে'গে'র সাথে বিবেকের যু'দ্ধ করতে করতে আমি পরিস্নাত;
পৃথিবী নামক শূ'ন্যে নিজেকে ইদানীং বড্ড বৈ'রী লাগে,
মেনে আর মানিয়ে নিতে নিতে বেশ হা'পি'য়ে উঠেছি আর পেরে উঠছি না, রাতের পর রাত ঘুম আসেনা, রাত যত গভীর হয়, ডি'প্রে'শ'ন ততই বাড়ে, চলে যেতে পারলেই যেন এখন বেঁ'চে যাই, যু'ক্তি-ত'র্কে'র সীমা পরিসীমায় এখন আর কিছুই আ'ট'কে নেই, সব যু'ক্তি'র এখন একটাই খ'ণ্ড'ন-- মুক্তি আর মুক্তি..., মুক্তির আশাতেই অ'ব'হে'লি'ত আমিটা দিন গুনছে।
লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।
© Deshchitro 2024