|
Date: 2023-10-11 07:03:19 |
চট্টগ্রাম-হাটহাজারী-নাজিরহাট-ফটিকছড়ি সড়কের যানজট নিরসনের লক্ষ্যে একাধিক স্থানে ফ্লাইওভার নির্মাণের যৌক্তিক দাবীতে পথসভা’র আয়োজন করেছে চট্টগ্রাম, হাটহাজারী, ফটিকছড়ির একাধিক স্বেচ্ছাসেবী ও নাগরিক সংগঠন। আগামী ১২ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল ৩টায় চট্টগ্রাম অক্সিজেন মোড় হতে নাজিরহাট ঝংকার মোড় পর্যন্ত পথসভা অনুষ্ঠিত হবে বলে শুনা যায়। বিশেষ করে চট্টগ্রাম অক্সিজেন মোড়, বড়দিঘীর পাড়, হাটহাজারী বাস স্টেশন ও হাটহাজারী বাজার এবং নাজিরহাট ঝংকার মোড়ে প্রায় সময় যানজট থাকাটায় একপ্রকার স্থানীয় মানুষের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে।
উক্ত পথসভা সফল করতে সকল সচেতন নাগরিককে অংশগ্রহণ করতে বিভিন্ন সংগঠন আহ্বান জানিয়েছেন।
© Deshchitro 2024