|
Date: 2023-10-11 09:21:13 |
চলতি বছর অনুষ্ঠিত হওয়া ক্রিকেট বিশ্বকাপ-২০২৩ এ বাংলাদেশ দলকে অনুপ্রেরণা যোগাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা ফ্ল্যাশ-মুব এর আয়োজন করে। পরবর্তীতে তার রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার নামে একটি পেইজে ভিডিও আকারে আপলোড করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার নামে ফেসবুক গ্রুপের আয়োজনে ও শিক্ষার্থীদের প্রচেষ্টায় সোমবার (৯ অক্টোবর) রাতে টিম টাইগার্সকে উৎসর্গ করে আয়োজিত এই ফ্ল্যাশমবের ভিডিওটি আপলোড করা হয় ফেইসবুকে।
মুহুর্তের দর্শকদের দারুন সারা পায় ভিডিওটি। নেটিজেনরা ভিডিওটির প্রশংসায় ভিডিও ভাইরাল হয়। এর পরেই নজরে আসে "চলো বাংলাদেশ" গানের মালিক প্রতিষ্ঠান গ্রামীণফোনের, বুধবার (১১ অক্টোবর) দুপুরে ফ্ল্যাশমোব এর ভিডিওটি গ্রামীণফোনের অফিসিয়াল ফেইবুকে শেয়ার করে লেখা হয় "খেলছে বাংলাদেশ, সাথে আছে সারাদেশ! ‘চলো বাংলাদেশ’ গানের সাথে ফ্ল্যাশ মব করে টাইগারদের সাপোর্টে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা! রাজশাহী বিশ্ববিদ্যালয় তো হলো, এবার কাদের পালা?"
ফ্ল্যাশমোবের ভিডিওটি এমন দারুন সারা পাওয়ায় আনন্দিত আয়োজকরা। আয়োজকদের মধ্যে অনেকেই গ্রামীণফোনকে ধন্যবাদ জানিয়ে পোস্টটি শেয়ারও করেন।
উল্লেখ্য যে, ফ্ল্যাশমবের সিনেমাটোগ্রাফির কাজ করেছেন তাহাশ নুর আদি এবং ফিল্ম মেকিং বিষয় ও এডিট গুলোতে কাজ করেছেন মো. মামুন রাজ। দশ জনের ভলেন্টিয়ার টিম কাজের দিন মাঠে সাপোর্ট দিয়েছেন, এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যাল্যের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই ফ্ল্যাশমবের সাথে যুক্ত ছিলেন।সার্বক্ষণিক যাবতীয় সহযোগিতা করেছেন কেএসকে হৃদয় মো. তুহিনুজ্জামান, রুবেল হোসেন এবং তারিফ হাসান মেহেদি।"
ডিডিসি/সাজ্জাদ হুসাইন
© Deshchitro 2024