|
Date: 2023-10-11 09:57:04 |
নেত্রকোনার কলসিন্ধুর । টাঙ্গাইলের গোপালপুরের কৃষ্ণা রানীরা সারা দেশ মাতিয়েছেন। বিশ্ব জয়ের গল্পের শিরোনাম করেছে। নারী ফুটবলের তারকা বনে গেছেন অনেক কৃষ্ণা রানীরা। কৃষ্ণাদের কারণে অনেক কিশোরীরা কৃষ্ণা রানীদের মতো ফুটবলার হয়ে দেশের মাটি কাঁপাতে চান। এমন একটি ফুটবল টিম গড়ে উঠার পথ ধরেছে। দল হচ্ছে টাঙ্গাইলের ধনবাড়ি (অনূর্ধ্ব -১৭) নারী টিম। নিয়মিত অনুশীলনের মাধ্যমে এগিয়ে যাচ্ছে দলটি।
বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে টাঙ্গাইল জেলা প্রশাসক ও ক্রীড়া অফিস আয়োজিত টাঙ্গাইল স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব ১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব ১৭) জেলায় ধনবাড়ি উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
উক্ত ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে মির্জাপুর উপজেলা কে ৬-০ গোলে পরাজিত করে ধনবাড়ী উপজেলা বালিকা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ।
ধনবাড়ি বালিকা ফুটবল একাদশ জেলা পর্যায়ের প্রতিযোগিতায় টাঙ্গাইল পৌরসভা কে ৮-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে ও গোপালপুর উপজেলাকে ট্রাইব্রেকারে ৪-৩ গলে পরাজিত করে ফাইনালের টিকেট নিশ্চিত করে। ফাইনালে মির্জাপুর কে ৬-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ধনবাড়ি বালিকা দল।
ধনবাড়ী উপজেলা নারী টিমের ক্যাপ্টেন রোকসানা বলেন, চ্যাম্পিয়ন হওয়াতে তারা আনন্দিত। চ্যাম্পিয়ন হওয়ার পিছনে কোচ জহিরুল ইসলাম মিলনের অক্লান্ত কঠোর অনুশীলন, প্রশাসন,নিজেরা করি সংস্থা ও পাইস্কা স্কুলের পৃষ্ঠপোষকতার কারণে তারা এ সুনাম অর্জন করেছে বলে জানান।
ধনবাড়ী উপজেলা বালিকা ফুটবল টিমের কোচ জহিরুল ইসলাম মিলন বলেন, নানা বাঁধা বিপত্তি অতিক্রম করে মেয়েরা কঠোর অনুশীলনের ফলে দ্বিতীয় বার চ্যাম্পিয়ন হতে পেরেছে। নিজেরা করি'সহ সকলের সহযোগিতা পেয়েছেন। যার ফল এ বিজয়।
ধনবাড়ি উপজেলা নির্বাহী অফিসার আসলাম হোসাইন বলেন, মেয়েরা যে কাজটা করেছে, সেটা অত্যন্ত গর্বের। মেয়েরা দুইবার টাঙ্গাইল জেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো। এর পিছনে কোচ মিলনসহ যারা পাশে ছিল তাদের কে ধন্যবাদ জানান। এ ধারা অব্যাহত রাখতে উপজেলা প্রশাসন বরাবরের মতো পাশে থাকবে।
© Deshchitro 2024