|
Date: 2023-10-11 10:28:51 |
উপকূলীয় এলাকার উদ্ভিদ সংরক্ষণ ও উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বুধবার (১১ অক্টোবর) বিকাল ৩টায় খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে মথুরাপুর সাইকোন শেল্টার এন্ড ট্রেনিং সেন্টারে ছয় দিন ব্যাপী উপকূলীয় এলাকার উদ্ভিদ সংরক্ষণ ও উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। প্রধান অতিথি বক্তব্যে উপকূলীয় লবনাক্ত এলাকায় উদ্ভিদ সংরক্ষণ, বীজ সংরক্ষণ, সবজি বিপনন, লবন সহিষ্ণু জাতের ফসল উৎপাদন সহ অন্যান্য বিষয়ে গুরুত্বারোপ করেন।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপ-সচিব,খুলনা আবু সায়েদ মোঃ মুনজুরুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, খুলনা বেডসের প্রধান নির্বাহী মাকসুদুর রহমান।
বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভলপমেন্ট সোসাইটি এর সহযোগিতায় ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত প্রশিক্ষণটি অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণে উপকূলের বিভিন্ন এলাকার কৃষক,কৃষাণী অংশ গ্রহণ করেছেন।
ছবি- উপকূলীয় এলাকার উদ্ভিদ সংরক্ষণ ও উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করছেন প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
© Deshchitro 2024