মহেশখালী কক্সবাজার নৌ-পথে ইয়াবার চালান পাচারকালে কুতুবজোমের ঘটিভাঙ্গার উপকূলে মাছ ধরার ট্রলার থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে র‍্যাব-১৫।


বুধবার (১১ অক্টোবর) সকালে কুতুবজোমের ঘটিভাঙ্গা ঘাট থেকে ইয়াবা পাচারে ব্যবহৃত একটি ট্রলার জব্দ করা হয় বলে নিশ্চিত করেন র‍্যাব-১৫’র কমান্ডার শাকিল আহমেদ। তিনি জানান, জব্দকৃত ট্রলারে থাকা লোকজনদের প্রাথমিক জিজ্ঞেসাবাদের তথ্যে এখনো অভিযান চলমান রয়েছে।



প্রত্যক্ষদর্শী স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে ঘটিভাঙ্গা ঘাটে দুইটি স্পিডবোট যোগে অভিযান চালায় র‍্যাব। এসময় মাছ ধরার একটি ট্রলার (টাঙ্গুয়া বোট) থেকে প্রায় এক লাখ ত্রিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র‍্যাবের আভিযানিক দল। ওই বোটে থাকা ৪ জন কে আটক করা হয়। আটককৃতরা কুতুবজোমের বটতলী এলাকার স্থানীয় বাসিন্দা। তারা অনেকেই চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী বলে জানান স্থানীয়রা।


তবে আরেকটি সূত্র বলছে, আটককৃতদের সংখ্যা ৭ জন। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সাগরে ঝাপ দেন তিনজন। পরে তাদেরও আটক করা হয়।


নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, সাগর পথে মায়ানমার থেকে টেকনাফ ও কক্সবাজার হয়ে মহেশখালীর সোনাদিয়া ও ঘটিভাঙ্গায় ইয়াবার চালান আসে। এসব ইয়াবা নৌপথে ও সড়ক পথে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে চালান করে ইয়াবা কারবারীরা।


সাগর পথে মাছের ও লবণের ট্রলারে এবং সড়ক পথে লবণভর্তি ট্রাক ও কাভার্ডভ্যানে এসব ইয়াবা চালান করা হয় বলে জানায় সূত্রটি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024