শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা পরিষদ হল রুমে অক্টোবর ২০২৩ মাসের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ে বক্তব্য রাখেন, কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভূইয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আল আমিন, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ আকন্দ, হাজী অছিমদ্দিন আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু, আবাসিক প্রকৌশলী রুকনুজ্জামান, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হকসহ আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। উপস্থিত বক্তারা বলেন, ঝিনাইগাতী উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে সাম্প্রতিককালে অটো ছিনতাইসহ ড্রাইভারকে হত্যার দু-একটি ঘটনা ঘটেছে। পুলিশের দ্রুত হস্তক্ষেপে ছিনতাইকারী ও হত্যাকারীরা দ্রুত আটক হয়েছে। এছাড়াও মাদক সেবীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024