সেন্টার অফিস, পরিচালক,মোঃ আসলাম বেপারী।
দক্ষিণ-পূর্ব শিলাকোঠা মাতৃছায়া ভিলা,বেপারী বাড়ী,দোহার,ঢাকা।
হেলথ গ্রীন ওয়ার্ল্ড বাংলাদেশ কোম্পানি লিমিটেডে।
প্রধান কার্যালয়: মার্কিন যুক্তরাষ্ট্র (মেশিগান রাজ্য)এশিয়া হেড অফিস বনানী-ঢাকা১২১৩,
সার্ভিস সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন,হাফেজ মোঃ দেলোয়ার হোসেন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জনাব জেফ চেন,(চাইনিজ) দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক।কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
কোরআন তেলাওয়াত করেন। হাফেজ মাওলানা শহিদুল ইসলাম মল্লিক।
আয়োজনেঃ
সার্ভিস সেন্টারটরের পরিচালক মোঃ আসলাম বেপারী।
মধ্যাহ্নভোজ এর পরে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ আসলাম বেপারী। কোম্পানির প্রোফাইল প্রোফাইল আইডিয়া নিয়ে বক্তব্য দেন। জনাব জেফ চেন,(চাইনিজ) দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক।
কোম্পানির প্রোডাক্ট নিয়ে আলোচনা করেন ডায়মন্ড ডক্টর মোঃ জালাল উদ্দিন।