|
Date: 2023-10-12 07:06:27 |
কক্সবাজারের উখিয়ায় বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে সিএনজি অটোরিক্সা। এতে নিহত হয়েছে জুহুরুল হক নামে সিএনজি অটোরিক্সার এক যাত্রী। তিনি উখিয়া উপজেলা এলজিইডি অফিসের উপসহকারী প্রকৌশলী।
বৃহস্পতিবার সকাল পৌনে ১১ টার দিকে উখিয়া-টেকনাফ সড়কের রাজাপালং হিজলিয়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ গাড়ি দুটি জব্দ করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, টেকনাফ থেকে দ্রুতগামী যাত্রীবাহী সমুদ্রতরী পরিবহনের একটি বাস বিপরীত থেকে যাওয়া সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় ওই অটোরিক্সা। ধাক্কায় সিএনজি অটোরিক্সার চালকসহ ৫ জন যাত্রীই আহত হয়।
পরে তাদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার জুহুরুল হককে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিচয় নিশ্চিত করে উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আহত ৪ জনকেই কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
© Deshchitro 2024