নোয়াখালীতে সাপুরিয়া সাপ নিয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য হাজির


রিপন মজুমদার বেগমগঞ্জ নোয়াখালী প্রতিনিধি 


নোয়াখালীর চাটখিলে সাপের কামড়ে খেয়ে সেই সাপ নিয়েই হাসপাতালে গিয়ে হাজির হন রোগী।


আহত মো. কামাল উপজেলার পরকোট ইউনিয়নের পশ্চিম পরকোট গ্রামের কবির বাড়ির মৃত কালা মিয়ার ছেলে।


বুধবার (১১ অক্টোবর) দুপুর ১টার দিকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। পরে সাপটিকে অবমুক্ত করে দিয়ে রোগী হাসপাতালে ভর্তি হন।


স্থানীয় সূত্রে জানা যায়, কামাল উপজেলার দিঘীরপাড় এলাকা থেকে সাপটি ধরেন। এরপর সাপের বিষাক্ত দাঁত ভাঙতে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে সাপেটি তাকে আঘাত করে । পরে সেই সাপ বস্তায় ভরে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তিনি।


চাটখিল উপজেলা আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শহীদুল আহমেদ নয়ন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে বিষাক্ত কোনো সাপে কাটেনি।  বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024